বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ অশুভ প্রভাব মানব জীবনে নানান সময় পড়ে থাকে গ্রহদের অবস্থানের জেরে। গ্রহদের ক্রমাগত রাশি পরিবর্তনের ফলে মানবজীবনেও দিন বদল শুরু হয়। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পান। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন আসন্ন শশ ও মালব্য যোগে। যা শুক্র ও শনির অবস্থানের পরিবর্তনের ফলে ঘটতে চলেছে
শনিদেব বর্তমানে নিজের স্বরাশি কুম্ভে সঞ্চারণ করছেন, আর আর ১৯ মে শুক্রদেব প্রবেশ করতে চলেছেন স্বরাশি বৃষে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এরফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। উল্লেখ্য, এই রাজযোগ ৩০ বছর পর তৈরি হতে চলেছে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এমন বিরল দুই রাজযোগ বিশেষ অবস্থানগতভাবে ৩০ বছর হচ্ছে। কোন কোন রাশি এরফলে ধনবান হতে চলেছে? দেখে নেওয়া যাক, তার ফলাফল।
( Budhdha Purnima 2024: ২০২৪ বুদ্ধপূর্ণিমা পড়ছে মে মাসেই, তারিখ, তিথি কবে? রইল শাস্ত্রমত)
বৃষ- শশ রাজযোগ বৃষ রাশির জন্য লাভদায়ী হবে। কেরিয়ারের দিক থেকে আপনার কাজের প্রশংসা হতে থাকবে। বহু জায়গা থেকে আপনি আপনার কাজের প্রশংসা পাবেন। চাকরিরতদের পদোন্নতি হতে থাকবে। ব্যবসায় বিপুল ধনরাশি লাভ করবেন। ব্যবসা আগের থেকে ফুলে ফেঁপে উঠবে। আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে আপনি ব্যবসায়ে বিপুল লাভ করতে আরম্ভ করবেন। যাঁদের বিদেশ যাওয়ার ইচ্ছা রয়েছে, তাঁরা পাবেন ইচ্ছা পূরণের সুযোগ। এই সময় ভাগ্যের সঙ্গত পেতে থাকবেন। বাবার সম্পূর্ণ সমর্থন সব দিক থেকে কাজের দিক থেকে পেতে থাকবেন।
মকর- মকর রাশির জাতক জাতিকাদের জন্য মালব্য রাজযোগ খুবই শুভ। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এই সময় নতুন কোনও প্রজেক্ট পেতে আরম্ভ করবেন আপনি। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো থাকবে। টাকা পয়সার সঞ্চয় এই সময় বাড়বে। চাকরিরতদের প্রমোশন ও বেতন বৃদ্ধি হবে। আপনার কথাবার্তায় অনেকে মুগ্ধ হতে থাকবেন।
তুলা- আপনাদের জন্য মালব্য যোগ খুবই শুভ হতে চলেছে। এই সময় ব্যবসার দিক থেকে খুবই ভালো ধন সম্পত্তি লাভ করতে পারেন আপনি। চাকরিরতদের ধনলাভ হবে সুবিধাজনক। আপনার সম্পত্তি আর গাড়ি আপনার জন্য শুভ প্রমাণিত হবে। এই সময় বিলাসিতা ও সুখকর কিছু হাতে পেতে থাকবেন। ফিল্ম, মডেলিং, মিডিয়ার সঙ্গে জড়িতরা পাবেন বিপুল লাভ।
(এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)