জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য আর শনি পিতা, পুত্রের সম্পর্ক। শনিকে মনে করা হয় কর্মফলদাতা। সূর্যদেব হলেন মান সম্মান, প্রতিষ্ঠা, সরকারি চাকরি আর আত্মবিশ্বাসের কারক। আসন্ন সময়ে সূর্যদেব মীন রাশিতে প্রবেশ করবেন। আর মীন রাশিতে সূর্যদেবের প্রবেশের আগে, শনিদেবও মীন রাশিতে থাকবেন। তার জেরে এই যুুতিতে লাভের মুখ দেখতে চলেছেন বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। দেখা যাক কারা লাকি। ৩০ বছর পর সূর্যদেব ও শনিদেবের যুতিতে লাভের মুখ দেখতে চলেছেন একাধিক রাশির জাতিকারা লাভ পাবেন।
আরও পড়ুন-বাংলাদেশে গভীর রাতে শেখ হাসিনার ‘ঘৃণাস্তম্ভ’র ব্যাঙ্গাত্মক গ্রাফিতি মোছার চেষ্টা! ক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
এই সময় শনিদেবের সাড়েসাতি থেকে এবার মুক্তি হতে চলেছে। এই সময় আত্মবিশ্বাস ও সাহসে বৃদ্ধি হতে পারে। হঠাৎ করে টাকা আসতে পারে। সাহস আর পরাক্রমের সঙ্গে এই সময় লাভ পাবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। বাবার তরফ থেকে কোনও বড় সহযোগিতা পাবেন। কাজের দিক থেকে সময় ভালো কাটবে। চাকরিরতদের কেরিয়ারে বিপুল উন্নতির যোগ রয়েছে। ব্যবসায় বিদেশের সঙ্গে জড়িত কোনও সওদা থেকে ভালো লাভ পাবেন।
বৃষ
এই যুতি আপনার আয় আর লাভের স্থানে হতে থাকবে। এই সময় আপনার আয় হু হু করে বেড়ে যাবে। ভিন্ন ভিন্ন সূত্র থেকে আসবে আয়। টাকা রোজগারের সুযোগ আসতে চলেছে। বিনিয়োগে এই সময় বিপুল লাভ হবে। আমদানি আর রপ্তানির কাজে অনেকেরই লাভ হবে। সন্তানের সঙ্গে জড়িত কোনও শুভ খবর এই সময় পেতে পারেন। শেয়ার বাজার থেকেও লাভ পাবেন।
ধনু
শনি আর সূর্যের যুতি এই সময় বিপুল লাভ দেবে। এই সময় বাস্তবিক কোনও সুখ সমৃদ্ধিতে জীবন ভরে উঠবে। সম্পত্তি সম্পর্কিত জীবনে নানান ধরনের সুবিধা পাবেন। পৈতৃক সম্পত্তি সম্পর্কিত বিবাদ মিটে যাবে। বৈবাহিক দিক থেকে আপনি আনন্দ উপভোগ করবেন। কাজের দিক থেকে সম্পত্তির সঙ্গে জড়িত কোনও ব্যবসা বা কাজ কর্ম থাকলে, তা থেকে পাবেন লাভ। মায়ের দিক থেকে কোনও লাভ পাবেন।
কবে রয়েছে এই যুতি?
২০২৫ সালের মার্চে শনিদেব ও সূর্যদেবের যুতি রয়েছে। তারফলে বহু রাশিই হঠাৎ করে ধনলাভ করবেন। এতে কারা কারা লাকি হবেন, তার তালিকা রইল।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )