ব়্যাফ্ট থেকে পাহাড়ি নদীতে পড়লেন দুই মহিলা, উদ্ধার করলেন ভারতীয় সেনা জওয়ানরা
এই ঘটনা ঋষিকেশের। বহু পর্যটকই সেখানে গিয়ে পাহাড়ি নদীতে ব়্যাফ্টিং-এ মন মজিয়ে নেন। অভিযানের টানটান উত্তেজনা ও আনন্দে এই খরস্রোতা নদীতে ব়্যাফ্টিং অনেকেই মনেই অ্যাডভেঞ্চারের নেশা ধরিয়ে দেয়। এমনই এক ব়়্যাফ্টিংয়ের আনন্দে মেতে আচমকা ব়্যাফ্ট থেকে পড়ে যান দুই মহিলা। ঋষিকেশের ফুল ছাত্তিতে এই ঘটনা ঘটে যায়। পাহাড়ি খরস্রোতা নদীতে পড়তেই তাঁরা আতঙ্কের ত্রাহি ত্রাহি রব তোলেন। তখনই তাঁদের নামে ভারতীয় সেনা। ধীরে ধীরে তাঁদের উদ্ধার করে আনা হয় তীরের দিকে।