'আগে ভোট,পরে বউ', উত্তরপ্রদেশে প্রথম দফার ভোটিং-এ নজর কাড়লেন এই 'হবু বর'!
২০২২ উত্তরপ্রদেশ নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। প্রথম দফার ভোটগ্রহণের সকাল থেকেই বিভিন্ন বুথে লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। তারই মাঝে মুজাফ্ফরনগরে এক হবু বর বিয়ের সাজেই চলে এলেন ভোট কেন্দ্রে। মাথায় পাগড়ি পরিহিত এই হবু বর জানিয়েছেন, আগে ভোট পর্ব, পরে বিয়ের কাজ।