ঐতিহ্যের সাজে 'ত্রিশূর পূরম' উৎসব! রাজকীয় বেশে গজরাজদের ঘিরে মেতে উঠল নাচ বাদ্যের আসর
গজরাজরা সেজেছে রাজবেশে। ঐতিহ্যের সাজে কেরলের 'ত্রিশূর পূরম' উৎসব আয়োজিত হয়। ১০ মে এই উৎসব ঘিরে ছিল চোখে পড়ার মতো ভিড়। প্রতি বছরই কেরলের ভড্ডকুমানাথন মন্দিরে এই উৎসব পালিত হয়। জাঁকজমক সহকারে এদিনও এই উৎসব পালিত হয়। এই মন্দির মহাদেবের পুজোর জন্য খ্যাত। সেখানে উৎসব ঘিরে গজরাজদের আলাদা করে রাজকীয় সাজে সাজানো হয়েছে। যা ঘিরে বাদ্যযন্ত্রের ছন্দে মিলেছে নাচের তাল।