Video: মাসির বাড়িতে সদ্য কার সঙ্গে গিয়েছিলেন অর্পিতা?
এসএসসি দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকরভাবে নাম উঠে এসেছে মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের। জানা গিয়েছে, হাওড়ার ডোমজুড়ে মাসির বাড়িতে প্রায়ই যেতেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতাকে গ্রেফতার করেছে ইডি। অর্পিতার বাড়িতে মিলেছে কোটি কোটি টাকার পাহাড়। রাজ্য জুড়ে এই ঘটনায় তোলপাড়ের মাঝেই অর্পিতা মাসি মুখ খুললেন। জানালেন দাদুকে দেখতে আসতেন অর্পিতা। কয়েকদিন আগে নিজের বোনকে নিয়েও এসেছিলেন তিনি। এদিকে, ডোমজুড়ে অর্পিতার মাসতুতো ভাইয়ের চাকরি নিয়ে অনেকেই নানান দাবি দাওয়া করছেন। উঠছে বহু অভিযোগ। সেই মাসতুতো ভাইকে নিয়েও মুখ খোলেন অর্পিতার মাসি।