তিব্বতীয় উৎসবে মাতল ধর্মশালা! সপ্তাহব্যাপী Shoton Festival এর কিছু ঝলক একনজরে
১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘেরাফেরা করছে হিমাচল প্রদেশের তাপমাত্রা। আর মনোরম পরিবেশের মাঝেই সেখানে শুরু হল ২৫ তম 'টিবেটান শোটোন ফেস্টিভাল'। হিমাচলের 'টিবেটান ইনস্টিটিউট অফ পারফরমিং আর্টস'-এর তরফে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান।এক সপ্তাহ ধরে চলবে এই ফেস্টিভাল। ৬ এপ্রিল থেকে শুরু করে ১৩ এপ্রিল পর্যন্ত চলবে এই ফেস্টিভাল।