বাংলা নিউজ >
দেখতেই হবে > Watch। ৭৬ তম প্রজাতন্ত্র দিবস: ভারত-বাংলাদেশ ফুলবাড়ি সীমান্তে BSF-BGBর মিষ্টি বিতরণ
Watch। ৭৬ তম প্রজাতন্ত্র দিবস: ভারত-বাংলাদেশ ফুলবাড়ি সীমান্তে BSF-BGBর মিষ্টি বিতরণ
Updated: 26 Jan 2025, 06:07 PM IST Sritama Mitra সদ্য ভারত ও বাংলাদেশের সীমান্তে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বেশ কিছু ক্ষেত্রে উত্তেজনার খবর এসেছে। বিএসএফ বনাম বিজিবির এই সংঘাতের খবরে চাঞ্চল্য তৈরি হয়। তারই মাঝে প্রথা মেনে ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে মিষ্টির আদানপ্রদানের সঙ্গে সঙ্গে শুভেচ্ছারও আদানপ্রদান হয়েছএ।