পূর্ব কলকাতায় আয়োজিত বিয়ের আসরে যখন 'দাদা' সৌরভ পৌঁছলেন, তখন খুশিতে তাঁকে ধন্যবাদ জানাতে দেখা গেল নববধূ দর্শনাকে। ‘মহারাজ’ সৌরভকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে পোজও দেন অভিনেত্রী। সৌরভ-দর্শনার বিয়ে শুরু হওয়ার পরও সেখানে ছিলেন 'মিস্টার গঙ্গোপাধ্যায়'। তাঁকে দেখে অভিনেতা সৌরভ দাস ওঠার চেষ্টা করলে, বাধা দেন 'দাদা' বলেন, ‘আরে বসো বসো’।