Sohag Jol Actress: বিয়ে করলেন ‘সোহাগ জল’-এর মউ, গায়ে হলুদ থেকে সিঁদুরদান, রইল সমস্ত মুহূর্ত… Updated: 28 Feb 2024, 10:33 AM IST সম্পাদনা করেছেন Ranita Goswami পরিণতি পেল ১৪ বছরের বন্ধুত্ব। সাতপাকে বাঁধা পড়ল টলিপাড়ার আরও এক অভিনেত্রীর প্রেম। ২৬ ফেব্রুয়ারি দীর্ঘদিনের বন্ধু, ব্যবসায়ী রামগোপাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাতপাতে বাঁধা পড়লেন ‘সোহাগ জল’-এর মউ অর্থাৎ অভিনেত্রী অস্মিতা মুখোপাধ্যায়।