চোপড়ায় প্রকাশ্যে মহিলার উপর মারধরের ঘটনার প্রসঙ্গ সংসদে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যসভায় ভাষণে মোদী বলেন, 'এক মহিলাকে প্রকাশ্যে মারধর করা হচ্ছে বাংলায়। একজন মহিলাকে সকলের সামনে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। বোনটা চিৎকার করছিলেন। কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি। ভিডিয়ো বানাতে ব্যস্ত ছিলেন।' বিরোধীদের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন মোদী। তিনি কী বললেন? বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।