Updated: 24 May 2020, 01:05 PM IST
লেখক Ayan Das
জম্মু-কাশ্মীরের কারতায় অবস্থিত বৈষ্ণদেবী মন্দিরের আশীর্বাদ ভবনটি এখন কোয়ারেন্টাইন সেন্টার। সেখানে আছেন প্রায় ৫০০ মুসলমান। তাদের জন্য পুরো রমজান মাসে বিশেষ সেহরি ও ইফতারি প্রস্তুত করেছে মন্দির কর্তৃপক্ষ। যারা রোজা রাখছেন, তাদের সুবিধার্থেই এই বিশেষ ব্যবস্থা।
পুরোটাই দায়িত্ব নিয়েছে মাতা বৈষ্ণদেবী মূর্তি বোর্ড। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে ইদে বিশেষ খাদ্য দেবার পরিকল্পনাও আছে তাদের মুসলমান ধর্মালম্বীদের জন্য যারা এখন কোয়ারেন্টাইন সেন্টারে আছেন।