'ইসলামে জঘন্যতম অপরাধ', হায়দরাবাদে মুসলিম তরুণীর দলিত স্বামীকে হত্য়ায় ওয়াইসি
'ওই বাচ্চার স্বামীকে হত্যার কোনও অধিকার নেই ওর ভাইয়ের।' ‘এটা আইনের চোখে অপরাধ। ইসলামের দৃষ্টিতে জঘন্যতম অপরাধ।’ হায়দরাবাদের হত্যাকাণ্ড নিয়ে এমনই মন্তব্য করলেন আসাদউদ্দিন ওয়াইসি। হায়দরাবাদের সরুরনগরে মুসলিম তরুণীকে বিয়ে করেছিলেন এক দলিত যুবক। 'সম্মানরক্ষার্থে' ওই যুবককে মারধর করে তরুণীর পরিবারের লোকজন। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -