Video: নিউজিল্যান্ডের PM লুক্সনকে নিয়ে দিল্লির গুরুদোয়ারায় নরেন্দ্র মোদী
Updated: 17 Mar 2025, 10:27 PM IST Sritama Mitra ৫ দিনের ভারত সফরে এসেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। তাঁর সফর চলাকালীনই দিল্লির রকবগঞ্জ সাহিব গুরদোয়ারায় যান মোদী। উল্লেখ্য, এর আগে, ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক আলোচনায় এদিন খলিস্তান ইস্যু নিয়ে নিউজিল্যান্ডকে সতর্ক করে দিল্লি। তারপরই দিল্লিতে এই ছবি দেখা যায়।