বাংলা নিউজ >
দেখতেই হবে > Viral Video of Mamata Banerjee: ' আমায় যদি আঘাত করেন আমি হয়ে যাই টর্নেডো-সুনামি..' বললেন দিদি
Viral Video of Mamata Banerjee: ' আমায় যদি আঘাত করেন আমি হয়ে যাই টর্নেডো-সুনামি..' বললেন দিদি
Updated: 16 Aug 2024, 09:04 PM IST Sritama Mitra মৌলালি থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত শুক্রবার তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে একটি মিছিল আয়োজিত হয়। আর জি কর কাণ্ডের প্রতিবাদে দোষীর কড়া শাস্তির দাবিতে ছিল এই মিছিল। মিছিল শেষে মমতা, মঞ্চে একাধিক বার্তা দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে আসে আরজি কর-এ ভাঙচুর প্রসঙ্গও। রাজ্যের অশান্ত অবস্থা নিয়ে দিদি বলেন, 'আমাকে শান্ত থাকতে দিন, আমায় যদি আঘাত করেন আমি হয়ে যাই টর্নেডো, সুনামি, সাইক্লোন হয়ে যাই।'