Video: ইসকনের রথযাত্রায় রথের রশিতে টান মমতার, করলেন মঙ্গলারতি
মিন্টোপার্কের অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে রথযাত্রার সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রথের রশিতে এদিন টান দিয়ে তিনি সূচনা করেন এই উৎসবের। তাঁর সঙ্গে এদিন ছিলেন সোহম চক্রবর্তী, নুসরত জাহানরা। উল্লেখ্য, প্রতি বছরই ইসকনের রথযাত্রা ঘিরে ভক্তের সমাগম হয় অনেক। এবারেও সেই ছবি ধীরে ধীরে ফুটে উঠছে। শুক্রবার ইসকনের রথ যাত্রার সূচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সকলের মঙ্গল কামনা করি, দেশের মঙ্গল কামনা করি'।