সহজ জয় ভারতের, ইতিহাস গড়লেন কোহলি
ইনদোরে সহজেই শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতল ভারত।সাত উইকেটে ম্যাচ জিতল কোহলি বাহিনী। ৩০ রানে অপরাজিত ছিলেন কোহলি। এর মধ্যেই এক নয়া ইতিহাস গড়লেন ভারতীয় অধিনায়ক। অধিনায়ক হিসাবে টি-২০তে দ্রুততম ১০০০ রান করার ইতিহাস গড়লেন কোহলি। দ্বিতীয় ভারতীয় ও ষষ্ঠ অধিনায়ক হিসাবে এই মাইলস্টোনে পোঁছালেন তিনি। ৩০ ম্যাচে হাজার রান করলেন তিনি। টি২০ ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডও ফের গড়লেন তিনি। মোট ৭১টি ম্যাচ খেলে ২৬৬৩ রান করেছেন কোহলি। ২০১৯ সালের শেষে ২৬৩৩ রানে ছিলেন রোহিত ও কোহলি। এদিন এগিয়ে গেলেন বিরাট। শ্রীলঙ্কার সিরিজে বিরতি নিয়েছেন রোহিত শর্মা। এর আগে অধিনায়ক হিসাবে ধোনি, ফ্যাফ ডুপ্লেসি, কেন উইলিয়ামসন, মর্গান ও পর্টারফিল্ড হাজার রান করেছেন।