একই লাইনে দুটি ট্রেনের মুখোমুখি ধাক্কা এইভাবে রুখে দিচ্ছে 'কবচ'! চমকপ্রদ ঘটনা একনজরে
দুই দিক থেকে দুটি ট্রেন রওনা হয়েছিল একই রেল ট্র্যাক ধরে। তারমধ্যে একটি ট্রেনে ছিলেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। দুই দিক থেকে দুটি ট্রেন মুখোমুখি আসলেও শেষ মুহূর্তে তারা দাঁড়িয়ে যায়। নেপথ্যে রয়েছে 'কবচ' প্রযুক্তি। যে প্রযুক্তির হাত ধরে ভারতীয় রেল এবার রুখে দিতে চলেছে বহু দুর্ঘটনা। শুক্রবার সম্পন্ন হয় কবচ প্রযুক্তির অ্যান্টি-কলিসন টেস্ট। আর সেখানে উপস্থিত ছিলেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। এদিন সফলভাবে সম্পন্ন হয় এই পরীক্ষা। গোটা ঘটনা ধরা পড়ে ভিডিয়োতে।