চোখের নিমেষে বন্যার গ্রাসে ভেঙে পড়ল বাড়ি! অসমে আতঙ্কের ছবি
এই ভিডিয়োর উৎস যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। সংবাদ সংস্থা এএনআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই ছবি অসমের। সেখানের নলবাড়ি জেলায় এই করুণ ছবিটি উঠে এসেছে। এলাকার ভাংলামারি পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় বন্যার জলের গ্রাসে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যেতে দেখা গেল এই বাড়িটিকে। ইতিমধ্যেই অসমে নতুন করে বন্যায় মোট ২২ লাখ মানুষ বিপদগ্রস্ত। সবচেয়ে ভয়ানক অবস্থা নগাঁওতে। তারই মাঝে উঠে আসে এই হাড়হিম করা দৃশ্য।