L.S.D Release Row: ‘রাধে রাধে শব্দে আপত্তি সেন্সর বোর্ডের’? ফুঁসে উঠলেন সায়নী-সোহম,‘অ্যাডাল্ট’ তকমা পেল L.S.D
সেন্সর সার্টিফিকেট নিয়ে টালবাহানার অভিযোগ, শেষ মুহূর্তে সার্টিফিকেট পেলেও পছন্দের হল না মেলায় হাত কামড়াচ্ছেন প্রযোজক সোহম। শুক্রবার নির্দিষ্ট দিনেই মাত্র ৩৮টি হলে মুক্তি পাবে 'LSD', সাংবাদিক বৈঠকে সিবিএফসি-র 'দাদাগিরি' নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল বিধায়ক ও নেত্রী।