Watch TMC Ram Navami Rally: হাওড়ায় গেরুয়া সাজে রামনবমীর মিছিল বের করল তৃণমূল!
- অশান্তির আশঙ্কায় রামনবমীর মিছিলে আপত্তি ছিল রাজ্যের। তবে আদালতের নির্দেশে শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছে। এই আবহে আজ হাওড়ার লিলুয়ার মহাবীর চক থেকে রামনবমীর মিছিলের আয়োজন করে তৃণমূল। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই মিছিলে ছিলেন যাদবপুরের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ, অরূপ-সহ শাসক দলের নেতারা।