বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের নাম না নিয়েই তাঁর ডিভোর্স নিয়ে আজ তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর জবাবে সৌমিত্র বললেন, 'আপনার ভাইপো চোর হতে পারে, সৌমিত্র খাঁ চোর নয়। আপনার ভাইপো চরিত্রহীন হতে পারে, চারটে রাশিয়ান পুষতে পারে... সৌমিত্র খাঁ কোনও মেয়েকে পোষেনি।'