ভাঙা রাস উপলক্ষ্যে ভক্তের ঢল শান্তিপুরে, এক ঝলকে ঐতিহ্যবাহী নগর কীর্তন Updated: 18 Nov 2024, 07:10 PM IST Laxmishree Banerjee ভাঙা রাস উৎসব উপলক্ষ্য জনস্রোত নদীয়া শান্তিপুরে। বিখ্যাত বড় গোস্বামী বাড়ির বিগ্রহের নগর কীর্তনে মেতে ওঠেন স্থানীয়রা। শুরু হয় শান্তিপুরের ভাঙ্গারাসের শোভাযাত্রা। এই শোভাযাত্রায় মূল আকর্ষণ রায় রাজা অর্থাৎ রাধিকা রাজা, দেখেই মুগ্ধ দর্শক।