সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ১০ টন ইলিশ! সাইজেও বড়, এবার পাতে আসবে রুপোলি শস্য
Updated: 02 Aug 2024, 12:49 AM IST Sayani Rana সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ১০ টন ইলিশ। গত দু’দিনে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, পাথরপ্রতিমার ঘাটে পৌঁছেছে টন-টন ইলিশ।সমুদ্র এই মুহূর্তে ইলিশ ধরার অনুকুল পরিবেশ তৈরি হয়েছে। জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপোলি শস্য।এইসব ইলিশের ওজনও বেশ ভালো। বেশিরভাগ ইলিশ ৭০০ গ্রামের ওপরে বলে জানা গিয়েছে। এদিন নামখানাতে দেড় কিলো ওজনের ইলিশ নিলাম হয়েছে।ইলিশের জোগান বাড়ায় দামও কমবে বলে আশাবাদী বিক্রেতারা। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।