SSC Scam: 'স্নাতকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ড মেডেল পেয়েছি, তারপরও আমায় যোগ্য নাকি অযোগ্য প্রমাণ করতে হবে?'
Updated: 04 Apr 2025, 08:43 PM IST লেখক Ayan Das কাঁদতে-কাঁদতে সেই কথাগুলোই বারবার বলছিলেন শিক্ষিকা কৃষ্ণমৃত্তিকা নাথ। এরপর কী হবে, কোথায় গিয়ে দাঁড়াতে হবে, কিছু জানেন না। শুধু জানেন যে এক লহমায় যেন সবকিছু চলে গেল। রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানি বিদ্যাপীঠের শিক্ষিকা জানান, তিনি আদতে উত্তর ২৪ পরগনার মেয়ে। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -