Updated: 30 May 2021, 06:49 PM IST
লেখক Ayan Das
নারদ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে গিয়েছেন মদন মিত্র। রবিবার একেবারে মদন মিত্র সুলভ মেজাজেই এসএসকেএম হাসপাতাল ছাড়লেন কামারহাটির বিধায়ক। রবিবার বেলা ১২ টার কিছুটা পরে লাল পঞ্জাবি, লাল ধুতি ও লাল মাস্ক পরে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন মদন। কিছুক্ষণ অসুস্থ হয়ে পড়েন মদন। রাস্তায় করা হয় প্রাথমিক চিকিৎসা। দেওয়া হয় ইনহেলার ও অক্সিজেন। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -