Updated: 30 Apr 2023, 06:38 PM IST
লেখক Sritama Mitra
চারিদিকে অবিরাম গুলি বর্ষণ। যুদ্ধবিধ্বস্ত সুদানে তখন কর্মসূত্রে গিয়ে আটকে পড়েন সুরজিৎ দে। উত্তর ২৪ পরগনার অশোক নগরের কল্যাণগড়ের বাসিন্দা সুরজিতের সেই ভয়াবহ অভিজ্ঞতা উঠে এল তাঁর বক্তব্যে। পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার সুরজিৎ বিয়ের পর রওনা হয়েছিলেন সুদানে। এদিকে সদ্য সুদানে সেদেশের সেনা ও আরএসএফ সংঘাত শুরু হয়। যুদ্ধের মধ্যে পড়ে যান এই বাঙালি। শেষে দিল্লির উদ্যোগে তিনি ঘরে ফেরেন। সেই সময়ে কীভাবে কেটেছে দিন? বলছেন সুরজিতের মা। এদিকে, ভয়াবহ পরিস্থিতিতে অভিজ্ঞতার একটি দিক বর্ণনা করলেন সুরজিৎ। আপাতত তিনি ঘরে ফেরায় স্বস্তির নিঃশ্বাস পরিবারে।