বাংলা নিউজ > বিষয় > Tina dabi
Tina dabi
সেরা খবর
সেরা ভিডিয়ো

রাজস্থানের ভিলওয়ারা দেশের অন্যতম বড় করোনা হটস্পট হয়ে উঠেছিল মার্চ মাসের ২০ তারিখ নাগাদ।কিন্তু প্রথম থেকেই শক্ত হাতে সোশ্যাল ডিস্টেন্সিং করে পরিস্থিতি সামাল দেয় প্রশাসন। শুধু মানুষজনকে বোঝানো নয়, তাদের কাছে অত্যাবশ্যক পণ্য পৌঁছে দেয় রাজস্থান সরকার।আর এই পুরো অপারেশনে পুরোভাগে ছিলেন প্রাক্তন আইএএস টপার টিনা দাবি। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করেন তিনি।হিন্দুস্তান টাইমসকে সাক্ষাত্কারে তিনি বলেন যে জেলার কালেক্টরের নেতৃত্বে তাঁরা কাজ করেছেন।কেরিয়ারের শুরুতেই এরকম অভিজ্ঞতা হওয়ায় আগামী দিনে কাজ করতে সুবিধা হবে বলেই তাঁর আশা।