Kerala human sacrifice case: কেরলের এলান্থুরের যে বাড়িতে এই নরবলি ঘটেছে, তার থেকে কয়েক কিলোমিটার দূরে ২০১৪ সালে আরও এক মহিলাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর আত্মীয়দের দাবি, ওই মহিলার দেহ ভালো করে ধুয়ে ফেলা হয়েছিল। তাতে কিছু ফুলপাতা পড়ে ছিল বলেও জানান তিনি। সেই মামলাও ফের শুরুর দাবি উঠেছে।