
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ফের একবার খবরের শিরোনাম কাড়ল উত্তর প্রদেশের হাথরাস। হাথরাসের রাসগাঁও এলাকায় এক প্রাইভেট স্কুলে দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়ার খুন ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জানা গিয়েছে, স্কুলের সাফল্যের জন্য ও স্কুলের ডিরেক্টরের ব্যক্তিগত সাফল্যের জন্য, স্কুলের ওই পড়ুয়াকে তন্ত্রমতে ‘বলি’ দেওয়া হয়। এই গোটা ঘটনা ঘিরে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে শিক্ষক সহ স্কুলের ডিরেক্টরকেও।
হাথরাসের ডিএল পাবলিক স্কুলের ছাত্র কৃতার্থ। জানা গিয়েছে, স্কুলের হস্টেলে ছোট্ট কৃতার্থকে খুন করা হয়। সপ্তাহের প্রথমের দিকেই এই ঘটনা ঘটে যায় বলে অনুমান পুলিশের। সূত্রের দাবি, একটি কুয়োর ধারে কৃতার্থকে খুন করতে চেয়েছিল অভিযুক্তরা। তারা কৃতার্থকে হস্টেলের বাইরে কোথাও খুন করতে চেয়েছিল বলে মনে করা হচ্ছে। এদিকে, কৃতার্থ চেঁচামিচি করতেই তখনই তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে সূত্রের দাবি। তদন্ত বলছে গোটা ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তন্ত্র সাধনার বিষয়টি। ‘কালো জাদু’ সম্পর্কিত ঘটনা থেকেই এই খুন, বলে অনুমান। বিস্ফোরক তথ্যে জানা যাচ্ছে, এর আগেও সেপ্টেম্বরের ৬ তারিখে ও স্কুলের আরও একজনকে খুন করার চেষ্টা করে অভিযুক্তরা। তবে সে শেষমেশ প্রাণে রক্ষা পায়।
ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত ৫ জনকে। স্কুলের ডিরেক্টর, তিন জন শিক্ষক, ওই স্কুলের ডিরেক্টরের বাবাকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল, দীনেশ বাঘেল, তার বাবা যশোধন সিং এবং শিক্ষক রামপ্রকাশ সোলাঙ্কি, বীরপাল সিং এবং লক্ষ্মণ সিং। জানা যাচ্ছে, স্কুলের ডিরেক্টরের গাড়ির ভিতরে ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। পুলিশ বলছে, স্কুলের সাফল্য আনতে, ও ডিরেক্টপের পরিবারের ব্যক্তিগত সমস্যা দূর করতে ‘কালোজাদু’ সম্পর্কিত ঘটনায় এই স্কুল পড়ুয়াকে খুন করা হয়েছে। হাথরাস পুলিশের এএসপি বলেন,' আমরা স্কুলের ডিরেক্টর, তার বাবা ও তিন শিক্ষককে গ্রেফতার করেছি। তদন্তের সময়, আমরা স্কুল প্রাঙ্গনে একটি কক্ষের একটি দড়ি, ধর্মীয় ছবি এবং একটি চাবি সহ বেশ কিছু বিচলিত করার মতো জিনিস প্রমাণ হিসাবে পেয়েছি।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports