Pravind jugnauth
সেরা খবর
সেরা ভিডিয়ো

ভারতের সাহায্যে বানানো মরিশাসের সুপ্রিম কোর্ট ভবনের উদ্বোধন হল বৃহস্পতিবার। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ঘুরিয়ে চিনকে একহাত নেন মোদী। মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগানৌথের সামনে তিনি বলেন কোনও শর্ত ছা়ড়াই ভারত অন্য দেশদের সাহায্য করে। তিনি বলেন যে ভারতের উন্নয়নের প্রতি দৃষ্টিভঙ্গি হল মানব কেন্দ্রিক ও কোনও দেশের সঙ্গে বোঝাপড়ার মূলমন্ত্র হল একে অপরের প্রতি শ্রদ্ধা, বৈচিত্র, ভবিষ্যতের প্রতি খেয়াল রাখা। বিকাশের মন্ত্র দেশগুলির সঙ্গে ভারত ভাগ করে নিতে চায় বলে কোনও শর্ত আরোপ করে না, বলে জানান মোদী।
প্রসঙ্গত চিন ঋণ দিলে এত চড়া হারে সুদ নেয় যে দেশগুলি প্রায় দেউলিয়া হয়ে যায়। ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই সমস্যায় ভুগছে। বিভিন্ন দেশের উন্নয়নে ভারত কী কী করেছে সেই ফিরিস্তি দেন মোদী। মরিশাসের প্রধানমন্ত্রী বলে কোভিডের ক্ষেত্রে ভারতের সমর্থনে খুব কাজ হয়েছে। এই সুপ্রিম কোর্টের বিল্ডিং হওয়ার ফলে আরও দ্রুত মানুষ বিচার পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।