বাংলা নিউজ > বিষয় > Banana leaf
Banana leaf
সেরা খবর
সেরা ভিডিয়ো

করোনা বিধি নিয়ে রাজ্যে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাস্ক না পরে বাইরে বের হলেই কড়া পুলিশি বন্দোবস্ত নেওয়া হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায়। এদিকে, সেখানেই এক ব্যক্তি মাস্ক না পরে কলাপাতা মুখে আটকে রাস্তায় বেরিয়ে পড়লেন। তাঁকে ধরতেই পুলিশ জিজ্ঞাসা করে কেন তিনি মাস্ক পরেননি? উত্তরে ব্যক্তি জানান, কাছেপিঠে মাস্কের দোকান ছিল না বলে মাস্কের জায়গায় তিনি মুখে কলাপাতা বেঁধেছেন। উত্তর শুনে ততক্ষণে তাজ্জব পুলিশ। জানা যায়, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে তিনি বেরিয়ে ছিলেন। সামনেই করোনা বিধি নিয়ে পুলিশি ধরপাকড় চলছে শুনে , তিনি মুখে মাস্কের জায়গায় কলাপাতা বেঁধে নেন বলে খবর। পুলিশ তাঁকে বিধিভঙ্গের কারণে আটক করলেও, পরে ছেড়ে দেওয়া হয় বলে খবর।