Xiaomi 12S Ultra: নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে শাওমি। গত বছরের Mi 11 আল্ট্রার পরের ভার্সন হতে চলেছে এটি।শাওমি টুয়েলভ এস আলট্রার সবচেয়ে আকর্ষণীয় দিকশাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোনটির ক্যামেরা ডিজাইন করেছে জার্মান সংস্থা Leica। ফলে ফ্ল্যাগশিপ ফোনের বাজারে অন্যতম অ্যাডভান্সড ক্যামেরা সেটআপ থাকছে শাওমি টুয়েলভ এস আলট্রায়। সেই সঙ্গে থাকছে Sony-র IMX989 সেন্সরও।Xiaomi 12S Ultra: দামচিনের বাজারে Xiaomi 12S Ultra-এর দাম CNY ৫,৯৯৯ । ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭০,৭৯৩ টাকা। অর্থাত্ অ্যাপেলের আইফোন এবং স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড সিরিজের সঙ্গে কমপিট করবে এই ফোনটি। চিনের বাইরে এখনও ফোনটি লঞ্চ করেনি শাওমি।Xiaomi 12S Ultra: স্পেসিফিকেশন, ফিচার্সডিসপ্লে: ৬.৭৩ ইঞ্চি E5 AMOLED । থাকছে QHD+ ডিসপ্লে। রিফ্রেস রেট ১২০ হার্তজ।প্রসেসর: স্ন্যাপড্রাগন এইট প্লাস জেনারেশন ওয়ান।মেমরি: ২৫৬ জিবি/৫১২ জিবিRAM: ৮ জিবি/ ১২ জিবি ব্যাটারি : ৪৮৬০ mAh । থাকছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং। সেই সঙ্গে ৫০ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টও থাকছে এই স্মার্টফোনে।