ভারতে লঞ্চ হল Vivo-র নতুন স্মার্টফোন V21e 5G। যুগের সঙ্গে তাল মিলিয়ে ধীরে ধীরে 5G-র বাজারে প্রবেশ করছে সংস্থা।
এছাড়াও Vivo V21e 5G স্মার্টফোনে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় ফিচার্স। প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 । মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে আকর্ষণীয় 32-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তাছাড়া এই ফোনে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও।

Vivo V21e 5G-তে রয়েছে 4000 mAh-এর ব্যাটারি। বর্তমানে এই দামে অন্তত 5000 mAh খোঁজেন ক্রেতারা। তবে এই নিয়ে চিন্তা করার সেরকম কারণ নেই। কারণ Vivo V21e 5G-তে পাবেন 44 W ফাস্ট চার্জিং সাপোর্ট। ফলে, ব্যাটারি কমে এলেও খুবই দ্রুত চার্জ নিয়ে নেবে। মাত্র 30 মিনিটেই এই ফোন 72% চার্জ নেবে বলে দাবি সংস্থার।
এক নজরে দেখে নিন Vivo V21e 5G-র স্পেসিফিকেশন (Vivo V21e 5G Specification):
RAM : 8 GB
Internal Memory : 128 GB
Processor : MediaTek Dimensity 700
ব্যাটারি : 4000 mAh (44w ফাস্ট চার্জিং)
ডিসপ্লে : 6.44-inch HD+
(1080X2400 পিক্সেল)
রিয়ার ক্যামেরা : 64+8 MP
ফ্রন্ট ক্যামেরা : 32 MP
USB : Type C port
দাম (Vivo V21e 5G Price in India) : Vivo V21e 5G-র দাম 24,990 টাকা (8GB+128GB)। একটিই ভেরিয়েন্ট।