করোনা আবহে এখন গোটা জীবনযাপনই ভার্চুয়াল মাধ্যমের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সে পুজো দেখা হোক, ডেটে যাওয়া... বা রাখী পালন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অনেক ভাই বা বোন আজ তাঁদের বোনের বা ভাইয়ের বাড়িতে যেতে পারবেন না। রবিবারের ছুটির দিন থাকা সত্ত্বেও রাখীর উত্সবে সামনা সামনি দেখা হবে না ভাই বোনের। তবে বাঁচোয়া সোশ্যাল মিডিয়া। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের সাহায্যে খুব সাহায্যেই নিজের ভাই বা বোনকে বার্তা জানান। তবে কী বার্তা পাঠাবেন? রইল কিছু টিপস:১) পবিত্র রাখী পূর্ণিমার এই দিনে, সবাই সুখে থাকুক। শুভ রাখি পূর্ণিমা!২) রঙিন সুতোর সমাহার ঘটুক এই রাখী বন্ধনের উত্সবের দিনে, রাখি বন্ধনে ভাই-বোনের ভালোবাসার অঙ্গীকার অটুট থাকুক।৩) শতই ঝগড়াতেও ভাই-বোনের সম্পর্ক থাকুক অটুট। শুভ রাখি বন্ধন।৪) রাখী পূর্ণিমার এই শুভ তিথিতে তোর হাতে পরাবো চির বন্ধনের রাখি। শুভ রাখি বন্ধন ভাই!৫) রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা জানাই বোন। তুমি ও তোমার পরিবার ভালো থেকো।৬) আমার বোন যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হয়। এটাই প্রার্থনা ঈশ্বরের কাছে। শুভ রাখি বন্ধন৭) শুধু উপহার দেওয়া নয়, রাখী বন্ধনের আজকের দিনে একসূত্রে বাঁধা হোক ভাই-বোনের ভালোবাসা।৮) আমার মিষ্টি বোনকে জানাই রাখি বন্ধনের শুভেচ্ছা ও ভালোবাসা৯) রাখির এই সুতো আরও মজবুত করে তুলবে ভাই-বোনের ভালোবাসার বন্ধন। শুভ রাখি বন্ধন!১০) এই রাখি বন্ধন হোক মানবিকতার, অটুট থাকুক ঐক্য। শুভ রাখি বন্ধন!১১) ভাই-বোনের সম্পর্ক হয়ে উঠুক অটুট, এই কামনা করে সকলকে জানাই শুভ রাখি বন্ধন!