
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চলতি সপ্তাহের শুরুতেই ঘোষণা। আর এর মধ্যেই ৩০ হাজার প্রি-বুকিং হল Simple One ইলেকট্রিক স্কুটার। প্রসঙ্গত, সেই একই দিনে (১৫ অগস্ট) ভারতে লঞ্চ হয়েছে Ola-র প্রথম ইলেকট্রিক স্কুটার S1 ।
বেঙ্গালুরু-ভিত্তিক স্টার্ট-আপ সিম্পেল এনার্জির সিইও সুহাস রাজকুমার এই বুকিং নাম্বার্সের বিষয়ে জানান। তাঁদের প্রথম প্রোডাক্টের উপর বিশ্বাস রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, এই প্রি-বুকিংয়ের সংখ্যা কিন্তু ওলার তুলনায় অনেকটাই কম। ওলা S1-এর ক্ষেত্রে ২৪ ঘণ্টাতেই ১ লক্ষ প্রি-বুকিং হয়েছিল। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে, ওলার তুলনায় সিম্পেল এনার্জির ব্র্যান্ড হিসাবে পরিচিতি কম। তাছাড়া প্রচার, মার্কেটিংয়ে সেভাবে বিনিয়োগ করেনি সংস্থা। প্রি-বুকিংয়ের টাকার অঙ্কও বেশি (১,৯৪৭ টাকা)। তা সত্ত্বেও এই পরিসংখ্যান অভাবনীয়।
চলতি সপ্তাহের শুরুতেই ঘোষণা। আর এর মধ্যেই ৩০ হাজার প্রি-বুকিং হল Simple One ইলেকট্রিক স্কুটার। প্রসঙ্গত, সেই একই দিনে (১৫ অগস্ট) ভারতে লঞ্চ হয়েছে Ola-র প্রথম ইলেকট্রিক স্কুটার S1 ।
বেঙ্গালুরু-ভিত্তিক স্টার্ট-আপ সিম্পেল এনার্জির সিইও সুহাস রাজকুমার এই বুকিং নাম্বার্সের বিষয়ে জানান। তাঁদের প্রথম প্রোডাক্টের উপর বিশ্বাস রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, এই প্রি-বুকিংয়ের সংখ্যা কিন্তু ওলার তুলনায় অনেকটাই কম। ওলা S1-এর ক্ষেত্রে ২৪ ঘণ্টাতেই ১ লক্ষ প্রি-বুকিং হয়েছিল। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে, ওলার তুলনায় সিম্পেল এনার্জির ব্র্যান্ড হিসাবে পরিচিতি কম। তাছাড়া প্রচার, মার্কেটিংয়ে সেভাবে বিনিয়োগ করেনি সংস্থা। প্রি-বুকিংয়ের টাকার অঙ্কও বেশি (১,৯৪৭ টাকা)। তা সত্ত্বেও এই পরিসংখ্যান অভাবনীয়।
সিম্পেল ওয়ান স্কুটারটিকে ওলার প্রথম স্কুটারের রাইভাল বলে মনে করা হচ্ছে। এর দাম রাখা হয়েছে দাম ১.১ লক্ষ টাকা(এক্স-শোরুম)। যা কিনা ওলার স্কুটারের রেঞ্জের মধ্যেই পড়ছে। ফলে ইলেকট্রিক স্কুটার কেনার সময়ে ক্রেতাদের মধ্যে এই দুটি নিয়ে যে বেশ কনফিউশান হবে, তা বলাই বাহুল্য।
তবে দুটি স্কুটারই দেখতে একদম আলাদা। ওলার স্কুটারের ডিজাইন নিয়ো-রেট্রো ও কিছুটা ফাঙ্কি ধরণের। রয়েছে অনেকগুলি আকর্ষণীয় রঙের অপশনও। কিন্তু সিম্পেল ওয়ান একটু স্পোর্টি মোটো-স্কুটার ধাঁচের। ফলে, দেখতে দিয়ে বিচার করলে দুটির মধ্যে আকাশ-পাতাল ফারাক।
Ola S1 ই-স্কুটারের বিষয়ে বিশদে জানতে ক্লিক করুন এইখানে।
Simple One ই-স্কুটারের বিষয়ে বিশদে জানতে ক্লিক করুন এইখানে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports