মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। তারপরই বাজারে আসতে চলেছে JioPhone Next। আগামী ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলেছে জিয়ো এবং গুগলের সেই ফোন। যে ফোনের দাম পড়ছে মাত্র ৬,৪৯৯ টাকা। সঙ্গে আছে ইএমআইয়ের সুযোগও।
সেই ফোন ঘিরে ইতিমধ্যে উন্মাদনা বেড়েছে। অনেকেই কেনার জন্য উদগ্রীব হয়ে আছেন। বাড়ির নিকটবর্তী জিয়ো স্টোরেও কথা বলে এসেছেন। তবে জিয়ো এমন বন্দোবস্ত করেছে যে নিকটবর্তী দোকানে JioPhone Next এলেই মেসেজের মাধ্যমে জেনে যাবেন। সেজন্য অবশ্য একটি কাজ করতে হবে। কীভাবে সেই কাজ করতে হবে, তা দেখে নিন একনজরে -
১) জিয়োর ওয়েবসাইট -তে যান।
২) উপরের ‘JioPhone Next’-তে ক্লিক করুন।
৩) সেখানে ‘I am interested’-এ ক্লিক করুন।
৪) নয়া একটি পেজ খুলে যাবে।
৫) তাতে 'Register interest'-এর আওতায় নীচের নাম এবং ফোন নম্বর দিন। তারপর ‘I agree to the Terms and Conditions’ বক্সে টিক মারতে হবে। শেষে ‘Generate OTP’ অপশনে ক্লিক করুন।
৬) আপনার ফোনে OTP আসবে। তা ওয়েবসাইটে লিখে এগিয়ে চলুন।
৭) তারপর পিন কোড, ঠিকানা-সহ আপনাকে ব্যক্তিগত তথ্য দিতে হবে।
৮) নিজের ফোনের মেসেজ বক্স দেখুন। সেখানে মেসেজ আসবে যে আপনার নিকটবর্তী জিয়ো স্টরে JioPhone Next এলে জানানো হবে।
JioPhone Next-এর বিভিন্ন প্ল্যান দেখে নিন -
১) ইএমআইয়ের জন্য গ্রাহকদের অতিরিক্ত ৫০১ টাকা দিতে হবে।
২) একলপ্তে টাকা দিয়ে যদি কিনতে না চান, তাহলে চার রকমের প্ল্যান আছে।
অলওয়েজ অন-প্ল্যান (Always-on plan): ১,৯৯৯ টাকা দেওয়ার পর ৩০০ টাকা বা ৩৫০ টাকার প্ল্যান বেছে নিতে পারেন গ্রাহকরা। যদি কোনও গ্রাহক ৩০০ টাকার প্ল্যান বেছে নেন, তাহলে তাঁকে ২৪ মাস টাকা দিতে হবে। কেউ যদি ৩৫০ টাকার প্ল্যান বেছে নেন, তাহলে তাঁকে সেই টাকা দিতে হবে ১৮ মাস ধরে। সেই প্ল্যানের আওতায় গ্রাহকরা প্রতি মাসে পাঁচ জিবি ডেটা এবং ১০০ মিনিট বিনামূল্যে কলিংয়ের সুযোগ পাবেন।
লার্জ প্ল্যান (Large Plan): গ্রাহকরা প্রতি মাসে ৪৫০ টাকা বা ৫০০ টাকা দিতে পারেন। ৪৫০ টাকা প্রতি মাসে দিলে ২৪ মাস ধরে সেই টাকা মেটাতে হবে। ৫০০ টাকার ক্ষেত্রে সেই মাস সংখ্যা ঠেকবে ১৮-তে। পরিবর্তে দৈনিক ১.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুযোগ পাবেন।
এক্সএল প্ল্যান (XL Plan): প্রতি মাসে ৫০০ টাকার নিরিখে ২৪ মাস বা প্রতি মাসে ৫৫০ টাকার নিরিখে ১৮ মাসের প্ল্যানও নিতে পারেন গ্রাহকরা। সেক্ষেত্রে দৈনিক দু'জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুযোগ পাবেন গ্রাহকরা।
এক্সএক্সএল প্ল্যান (XXL Plan): প্রতি মাসে ৫৫০ টাকা দেওয়া যেতে পারে। তাহলে ২৪ মাস টাকা দিতে হবে। আবার ৬০০ টাকা দেওয়া যেতে পারে প্রতি মাসে। সেক্ষেত্রে টাকা দিতে হবে ১৮ মাসে। সেই প্ল্যানের আওতায় দৈনিক ২.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুযোগ মিলবে।