ChatGPT কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমজনতার নাগালে এনে দিয়েছে। এই AI চ্যাটবট টুলের মাধ্যমে মানুষের মতোই বিভিন্ন কাজ হচ্ছে। তবে অনেক ব্যবহারকারীই জানেন না যে, OpenAI-এর ChatGPT এখন ইংরাজি ছাড়াও অন্য বেশ কিছু ভাষা বুঝতে ও লিখতে সক্ষম। সময়ের সঙ্গে এটি আরও শক্তিশালী হয়েছে। আরও পড়ুন: Google I/O event: মেল লেখা থেকে Google Maps, সবেতেই AI কাজে লাগানো হবে, বড় ঘোষণা সুন্দর পিচাইয়ের
এই ভাষাগুলিও এখন ChatGPT-তে সাপোর্ট করে
১. হিন্দি
২. বাংলা
৩. পাঞ্জাবি
৪. উর্দু
৫. তামিল
৬. তেলেগু
৭. মারাঠি
৮. গুজরাটি
৯. কন্নড়
১০. মালায়ালম
১১. ভোজপুরি
নিম্নলিখিত আন্তর্জাতিক ভাষায় ChatGPT-র চ্যাটবট ব্যবহার করতে পারবেন:
১. ইংরাজি
২. স্প্যানিশ
৩. ফরাসি
৪. জার্মান
৫. ইতালীয়
৬. পর্তুগিজ
৭. ডাচ
৮. রাশিয়ান
৯. জাপানি
১০. চিনা
১১. কোরিয়ান
১২. আরবি
ChatGPT-তে অন্য ভাষায় কীভাবে রিপ্লাই পাবেন?
১. -এ যান।
২. 'সাইন আপ' -এ ক্লিক করুন।
৩. আপনার Google, Apple বা Microsoft ID দিয়ে লগ ইন করতে হবে। একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিন।
৪. আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড লিখুন।
৫. লগ ইন করার পরে কোনও ওয়েটিং লিস্ট ছাড়াই ChatGPT-র অ্যাক্সেস পাবেন।
৬. চ্যাটবক্সে ঠিক চ্যাট করার মতো করেই, একেবারে সহজ ভাষায় আপনার মনে আসা যে কোনও প্রশ্ন করুন। সেই সময়ে আপনি চাইলে যে কোনও ভাষায় প্রশ্ন করতে পারেন। অথবা ইংরাজিতেই প্রশ্ন করে যে কোনও ভাষায় উত্তর দিতে নির্দেশ দিতে পারেন।
এক্ষেত্রে লক্ষ্যণীয়, AI চ্যাটবট উপরের সমস্ত ভাষাই বুঝতে এবং রিপ্লাই দিতে পারে। তবে ভাষার দক্ষতা এখনও সব ক্ষেত্রে সমান নয়। সময়ের সঙ্গে যদিও ভাষার দক্ষতা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। আরও পড়ুন: AI-এর দৌলতে রাতারাতি আমেরিকার পঞ্চম বৃহৎ সংস্থা, জানেন কী করে Nvidia
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক