বাজারে এল আরেক বাজেট স্মার্টওয়াচ। boAt-এর Vertex। কম বাজেটের স্মার্টওয়াচগুলির মধ্যে এখন অন্যতম বড় স্ক্রিন থাকছে এই স্মার্টওয়াচে।
কত ইঞ্চির স্ক্রিন?
১.৬৯ ইঞ্চির LCD কার্ভড ডিসপ্লে থাকছে boAt ভার্টেক্স স্মার্টওয়াচে। এই রেঞ্জে অন্যান্য স্মার্টওয়াচের তুলনায় যা অনেকটাই বেশি। তাছাড়া দেখতেও অন্যান্য স্মার্টওয়াচের তুলনায় কিছুটা অন্যরকম।
চৌকো ডিজাইন হলেও ক্রাউনের জায়গাটা কিছুটা উঁচু, ঢেউ মতো রাখা হয়েছে এই স্মার্টওয়াচে। ফলে এর আলাদা একটা লুক এসেছে। তবে সত্যি বলতে সকলের এটি পছন্দ নাও হতে পারে।
চার্জ কতটা থাকবে?
বোটের দাবি, একবার ফুল চার্জ দিলে সাধারণ ব্যবহারে টানা ১০ দিন চলবে boAt Vertex ।

ফিচার্স
এই দামের অন্যান্য স্মার্টওয়াচের মতোই প্রচুর ফিচার্স আছে। SpO2 সেন্সর, স্লিপ মনিটরিং, হার্ট রেট ট্র্যাকারের মতো স্ট্যান্ডার্ড ফিচার্স আছে।
কাস্টমাইজেশনের জন্য পাবেন ১০০টিরও বেশি ওয়াচফেস।
অন্যান্য বোট স্মার্টওয়াচের মতোই মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল, IP67 ওয়াটার রেসিসট্যান্স রেটিং এবং আবহাওয়ার পূর্বাভাসের ফাংশনও পাবেন৷ ৭টি অ্যাকটিভ স্পোর্টস মোড রয়েছে- ফুটবল, হাঁটা, ব্যাডমিন্টন, দৌড়, সাইক্লিং, বাস্কেটবল এবং স্কিপিং।
রঙের অপশন
চারটি রঙের ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। ডিপ ব্লু, কুল গ্রে, অ্যাক্টিভ ব্ল্যাক এবং রেজিং রেড।
দাম
দাম রাখা হয়েছে ২,৪৯৯ টাকা। অর্থাত্ এন্ট্রি লেভেল স্মার্টওয়াচের মধ্যে একে রাখা যায়।
এই দামে অন্য আরেকটি ভাল অপশন জানতে চান? ক্লিক করুন এই লিঙ্কে।