যে সুযোগ ২১ বছরে হয়নি, তা ৮২ বছরে হতে চলেছ।
আগামী ২০ জুলাই মহাকাশে যাবেন জেফ বেজোস। আর তাঁর এই অভিযানের চতুর্থ সঙ্গী হবেন প্রখ্যাত মার্কিন মহিলা পাইলট ওয়্যালি ফাঙ্ক।
১৯৬০ সালে নাসার নভোশ্চর ট্রেনিং প্রোগ্রামে যে ১৩ জন মহিলা পাশ করেছিলেন, তাঁদের মধ্যে ওয়্যালি ফাঙ্ক একজন। সেই সময় তাঁর বয়স ছিল ২১। কিন্তু ট্রেনিংয়ে সফল হলেও মহাকাশ যাত্রার সুযোগ হয়নি ওয়্যালির।
জেফ বেজোস জানান, ৮২ বছরের ওয়্যালি এখনও পর্যন্ত প্রবীণতম নভোশ্চর হতে চলেছেন।
ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেটে মোট ৪ জন মহাকাশে যাচ্ছেন। জেফ বেজোস, তাঁর ভাই মার্ক প্রথম দুটি সিটে। তৃতীয় সিট নিলামে ২৮ মিলিয়ন মার্কিন ডলারে কিনেছেন কোনও ধনকুব। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২০৭ কোটি টাকারও বেশি। তবে মহাকাশ উত্সাহী সেই ধনকুবেরের নাম এখনও রহস্য। চতুর্থ সিটটি জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিনের পক্ষ থেকে সম্মানস্বরূপ দেওয়া হয়েছে ওয়্যালি ফাঙ্ককে।