
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ইংল্যান্ডের দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়নশিপে শোরগোল ফেলে দিয়েছেন ফিনলে বিন। ২০১৯ সালে ইংল্যান্ডের জার্সিতে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা বিন ইয়র্কশায়ারের দ্বিতীয় একাদশের হয়ে নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে এক চোখ ধাঁধানো ৪৪১ ইনিংস খেললেন। এই ইনিংসের সুবাদেই একের পর এক ভাঙল রেকর্ড।
দ্বিতীয় একাদশের চ্য়াম্পিয়নশিপ ম্য়াচে নটিংহ্যামশায়ার প্রথমে ব্যাট করে ৫৩৪ রান তোলে। বিশাল রানের বোঝা মাথায়া নিয়েই নটিংহ্যামের বিরুদ্ধে ওপেন করতে নামেন বিন। তৃতীয় দিনের শেষে তিনি ৩৬৫ রানে অপরাজিত ছিলেন। ১৯৯৭ সালে সামারেসট দ্বিতীয় একাদশের হয়ে মার্কাস ট্রেসকোথিক ৩৩২ রান করেছিলেন। এতদিন পর্যন্ত দ্বিতীয় একাদশের চ্য়াম্পিয়নশিপে এটাই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তবে সেই রেকর্ড ভেঙে ফেললেন বিন।
চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম ব্যাটার হিসাবে দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়নশিপে ৪০০ রানের গণ্ডি পার করেন ২০ বছর বয়সি বিন। অবশেষে ক্যালভিন হ্যারিসনের বলে ৪৪১ রানে সমাপ্ত হয় তাঁর ইনিংস। বিনের ৫১৮ বলের ইনিংস সাজানো ছিল ৫২টি ও তিনটি ছক্কায়। তাঁর ব্যাটে ভর করেই ইয়র্কশায়ার সাত উইকেটের বিনিময়ে ৮১৪ রান করে। তবে আশ্চর্ষজনকভাবে তিনি ইংলিশ কাউন্টি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধই নন।
ইয়র্কশায়ারের হয়ে তিনি বয়সভিত্তিক বিভাগে খেললেও, বিন ২০২০ সালে ইয়র্কশায়ার অ্যাকাডেমি চুক্তিতে সই করেননি। তাই বর্তমানে কারুর সঙ্গেই চুক্তিবদ্ধ নন তিনি। ইয়র্ক ক্লাবের হয়েই আপাতত ক্রিকেট খেলছেন তিনি। অবশ্য় এই ইনিংসের পর নিশ্চয়ই অনেক কাউন্টি ক্লাব তাঁকে সই করাতে চাইবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus