শুভব্রত মুখার্জি: চলতি ডব্লুপিএলে পারফরম্যান্সের বিচারে মুম্বই ইন্ডিয়ান্সের পরেই রয়েছে মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস দল। ব্রেবোর্ন স্টেডিয়ামে চলতি ডব্লুপিএলের ১৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট জায়ান্টস দল। খাতায় কলমে ধারে ভারে তাদের থেকে অনেকটাই এগিয়ে থাকা দিল্লিকে হারিয়ে দিল গুজরাট। এক শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানে জয় পেল লরা উলভার্টরা।
আরও পড়ুন… সলমন-বিরাটদের কড়া টক্কর দিতে পারেন ৪১-এর ধোনি! IPL 2023 -এর আগে নজরে মাহির বাইসেপ
এ দিন ডব্লুপিএলে তাঁর দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ট। তাঁর করা অর্ধশতরানে ভর করেই লড়াকু স্কোর করতে সমর্থ হয় গুজরাট। সদ্য মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালেও প্রোটিয়াদের হয়ে একটি দুরন্ত ইনিংস খেলেছিলেন উলভার্ট। এ দিন তাঁর সেই ফর্ম ফের দেখা গেল ২২ গজে। ৪৫ বলে ৫৭ রানের একটি অনবদ্য ইনিংস উপহার দেন তিনি। তাঁর ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৬টি চার এবং একটি ছয়। ১২৬.৬৬ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। ভারতীয় ব্যাটার হার্লিন ডিওল করেন ৩৩ বলে ৩১ রান। ইনিংসের শেষ দিকে মারকাটারি একটি ইনিংস উপহার দিয়ে অপরাজিত থাকেন অ্যাশলে গার্ডনার। তিনি ৩৩ বলে করেন ৫১ রান। তাঁর ইনিংসে মারেন ৯টি চার। ফলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান করে গুজরাট। দিল্লির হয়ে ৩৮ রান দিয়ে দুটি উইকেট নেন জেস জোনাসন।
আরও পড়ুন… অজিদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ, বিরাট কোহলির সামনে একাধিক নজিরের হাতছানি