সুজি বেটস ও হ্যানা রউইর যুগলবন্দিতে চলতি মহিলা বিশ্বকাপের শেষ লিগ ম্যাচে দাপুটে জয় তুলে নিল আয়োজক নিউজিল্যান্ড। যদিও তাদের সেমিফাইনালে যাওয়ার আশা কার্যত নেই।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট হাতে দুর্দান্ত শতরান করেন সুজি। পরে বল হাতে হ্যানা রউই দখল করেন ৫ উইকেট। পাকিস্তানের হয়ে কার্যত একা লড়াই চালান নিদা দার। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম্যান্স মেলে ধরে নিদাই নিউজিল্যান্ড শিবিরে কিছুটা হলেও পালটা লড়াই ফিরিয়ে দেন।
ক্রাইস্টচার্চে টস জিতে পাকিস্তান শুরুতে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ডকে। হোয়াইট ফার্নসরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৬৫ রান তোলে। ১৪টি বাউন্ডারির সাহায্যে ১৩৫ বলে ১২৬ রানের দারুণ ইনিংস খেলেন ওপেনার সুজি। তিনি বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে ৫০০০ রানের মাইলস্টোন টপকে যান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।