নাগপুরে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে যে প্রথম টেস্ট খেলা হচ্ছে, তাতে ভারতীয় দল দারুণভাবে জিতেছে। ভারত এই ম্যাচে ইনিংস এবং ১৩২ রানে জিতেছে। ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দুর্দান্ত ব্যাটিং করেন এবং স্কোর বোর্ডে ১২০ রান করেন। ম্যাচের পরে স্টার স্পোর্টসে দীপ দাশগুপ্ত এবং ইরফান পাঠানের সঙ্গে কথা বলতে গিয়ে রোহিত বলেছিলেন যে তিনি তাঁর ব্যাটিংয়ে কী পরিবর্তন করেছেন। কোন কারণে তিনি সেঞ্চুরি করতে পেরেছিলেন সেটি জানিয়েছেন তিনি।
ম্যাচ শেষ হওয়ার পর স্টার স্পোর্টসের ধারাভাষ্য প্যানেল রোহিত শর্মার সঙ্গে কথা বলতে আসে। এদিকে প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত প্রশ্ন করেছিলেন রোহিত শর্মাকে। তিনি বলেছিলেন, ‘আপনি যখন ব্যাট করতে নেমেছিলেন তখন আপনার মনে কী চলছিল। আপনি আপনার অনেক শট খেলতে পারেননি যেমন আপনি সুইপ ভালো খেলেন কিন্তু আপনি হিট করেননি। আপনি ভালো পুল শট মারেন কিন্তু আপনি সেই শটও খেলেননি এবং বল গুলোকে নীচে মারছিলেন।’
আরও পড়ুন… IND vs AUS: আশা করিনি যে এক সেশনেই অস্ট্রেলিয়া বোল্ড আউট হয়ে যাবে- রোহিত শর্মা
জবাবে রোহিত শর্মা বলেছেন, ‘আমি দ্রুত বুঝতে পেরেছিলাম। প্রথম দিন যখন ব্যাট করতে গিয়েছিলাম। তখন প্রায় ২০-২২ ওভার বাকি ছিল। আমার মনে হচ্ছিল যে ওরা উইকেট নিতে আসবে। তখন ভাবছিলাম যে ওরা একটু অ্যাটাকিং বোলিং করবে। আমাকে আলাদা কিছু করতে হবে, এবং আমি ওদেরকে একই জায়গায় বোলিং করতে দেব না।’
দ্বিতীয় দিনে পিচে তার ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে রোহিত বলেন, ‘যখন দ্বিতীয় দিন ব্যাট করতে এসেছিলাম তখন বুঝেছিলাম পিচে সেই রকম কিছু ঘটবে না। সেই সময়ে মনে মনে বলেছিলাম যে আমি ভুল করে আউট হতে পারব না। এখন বোলারদের কারণে আউট হব না, তবে ভেবেছিলাম যে আমি আমার ভুলের কারণে আউট হতে পারি।’
আরও পড়ুন… অস্ট্রেলিয়া কি বাউন্স ব্যাক করতে পারবে? প্রশ্ন শুনে অবাক রোহিত! কী বললেন হিটম্যান?
ম্যাচ জেতার পর নিজের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে রোহিত বলেন, ‘আমি আমার মন থেকে ২-৩টি শট মুছে ফেলেছিলাম। আমি যেই শটে আউট হতে পারি আমি আমার মাথা থেকে সেই শট গুলোকে সরিয়ে ফেলেছিলাম। যেমনটা আপনি বলছেন স্ল্যাগ সুইপ, সুইপ যেগুলো আমার শট। কিন্তু আমার মনে হয়েছিল যে এই উইকেটে খুব বেশি বাউন্স নেই, তাই প্যাডে আঘাতের সম্ভাবনা রয়েছে, তাই আমি এই শট গুলো খেলিনি। কারণ আমার ভাবনা ছিল যে সামনে আমাকে আরও খেলতে হবে।’
স্টার স্পোর্টসের ধারাভাষ্য প্যানেলে উপস্থিত ইরফান পাঠান রোহিতকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি প্যাট কামিন্সকে যেভাবে পুল শট মেরেছিলেন, যেটি ছক্কা হয়েছিল। কিন্তু তার পরে আপনি মাটির সাহায্যে পুল শট মারেন। এর পিছনে আপনার চিন্তা কি ছিল?’ এর জবাবে রোহিত যা বললেন, তা শুনে তাঁর সঙ্গে মাটিতে দাঁড়িয়ে থাকা সকলেই হাসতে থাকেন। রোহিত বলেন, ‘যখনই আমি ব্যাটিং করি, একটি পুল শট হতে বাধ্য।’ একথা শুনে রোহিত সহ প্যানেলে উপস্থিত সকলেই হেসে ফেললেন। রোহিত বলেন, ‘একটা পুল শট মেরে আমি খুশি ছিলাম এবং আমি ঠিক করেছিলাম এবার সব শট হাওয়ায় নয় মাটিতে রাখব।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।