বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে নাগপুরে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট আড়াই দিনেই শেষ হয়ে গিয়েছে। এই ম্যাচে অস্ট্রেলিয়া হেরেছে ইনিংস এবং ১৩২ রানে। ম্যাচের আগে পিচ নিয়ে বহু বিতর্ক হয়েছিল। ম্যাচের পরেও অবশ্য সেই বিতর্ক থামার নাম নিচ্ছে না। এর মাঝেই অস্ট্রেলিয়ার প্রাক্তনী এবং সংবাদমাধ্যমকে এক হাত নিলেন রোহিত শর্মা। কড়া ভাষায় তাদের আক্রমণ করলেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা।
শনিবার মিডিয়ার সঙ্গে আলাপকালে রোহিত শর্মা বলেন, ‘আমরা বোলিংয়ের কঠিন দিনের জন্য প্রস্তুত ছিলাম, সেশনের পর সেশন কাটিয়েছি। তারা এক সেশনে বোল্ড আউট হবে বলে আশা করিনি। পিচটিও মন্থর হয়ে যাচ্ছিল, তাই প্রত্যাশিত ছিল না।’ রোহিত তাঁ দলেরর স্পিন ত্রয়ী অশ্বিন, জাদেজা এবং অক্ষর প্যাটেলের জন্য প্রশংসা করেছিলেন। এদিকে শনিবার ম্যাচের পর রোহিত এবং অশ্বিন নিজেদের মধ্যে বেশ কিছু কথা বলেন যা বিসিসিআই টিভিতে প্রকাশ করা হয়েছিল। সেখানেই রোহিতের উদ্দেশ্যে অশ্বিন বলেন, ‘ভারতে কোনও টেস্টের আগে পিচ নিয়ে কথা বলা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, বিশেষত সফরকারী দলের কাছে। আমরা ব্যাট করার সময় হোক বা ওরা ব্যাট করার সময়, কখনও একটা বলও দুম করে নীচু হয়ে গিয়ে সিলি পয়েন্টের দিকে ধেয়ে যায়নি। রোহিতকে এক বারও দেখে মনে হয়নি সমস্যায় রয়েছে। রহস্যটা কী? ভালো ব্যাটিং করা নাকি আমরা অন্য পিচে খেলেছি?’
রোহিত শর্মা উত্তরে বলেন, ‘আরে একই পিচে খেলেছি। আগেই বলেছি, সাজঘরে আমরা নিজেদের মধ্যেও এ নিয়ে কথা বলি। নিজের দক্ষতা এবং পিচে কী ভাবে সব কাজে লাগাতে পারছ সেটার উপর সব নির্ভর করছে। দেখে খারাপ লাগছে যে ক্রিকেটারদের দক্ষতা নিয়ে কোনও কথা হচ্ছে না। বোলার এবং ব্যাটার কী ভাবে খেলল, কেউ সে দিকে দেখছে না। যা-ই হোক, এ নিয়ে আর কিছু বলার নেই। আমরা মোটেই এ ধরনের কথা নিয়ে চিন্তা করি না।’
পিচ প্রসঙ্গে রোহিত জোর দিয়ে বলেছিলেন যে ভারতীয় ড্রেসিং রুমের ভিতরে, তারা কেবল খেলা নিয়ে চিন্তিত ছিলেন এবং পিচ কীভাবে খেলতে পারে বা নাও পারে তা নিয়ে একেবারেই চিন্তিত ছিলেন না। রোহিত শর্মা বলেন, ‘আমরাই এমন পিচে খেলতে চাই। বিরোধীরা টেবিলে কী নিয়ে আসে তা আমরা দেখি না। চেঞ্জিং রুমে পিচ নিয়ে কোনও কথা হয় না। আমরা খেলার দিকে তাকাই এবং দেখি কীভাবে বোলিং করতে হয় এবং ব্যাট করতে হয়।’
ভারত নাগপুরে আধিপত্য বিস্তার করেছে, তবে রোহিতের আশা যে অস্ট্রেলিয়া, বিশ্বের শীর্ষস্থানীয় টেস্ট দল হিসাবে দিল্লিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে শক্তিশালীভাবে ফিরে আসবে। রোহিত শর্মা বলেন, ‘আমরা অতীতের বিষয় গুলি নিয়ে বেশি ভাবি না। আমরা বর্তমানে থাকি। তবে অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট খেলতে পছন্দ করে, তারা তাদের দেশের প্রতিনিধিত্ব করে নিজেদের গর্বিত করে এবং আমরা সচেতন যে তারা বাউন্স ব্যাক করতে পারে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।