হাঁটুর চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন পাকিস্তানের পেস তারকা শাহিন শাহ আফ্রিদি। শোনা যাচ্ছে এখন তাঁর চোট সেরে গেছে এবং তিনি প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত। নেটে অনুশীলনও শুরু করেছেন তিনি। শাহিনের একটি ভিডিয়ো বর্তমানে বেশ ভাইরাল হচ্ছে, যাতে তাঁকে নেটে বোলিং করতে দেখা যাচ্ছেছে। এবং তাণর হবু শ্বশুর শাহিদ আফ্রিদি ব্যাটিং করছেন।
আরও পড়ুন… এখন পেশায় পুলিশকর্মী, হঠাৎ অবসর নেওয়ার কথা মনে পড়ল ২০০৭ বিশ্বকাপের নায়ক যোগিন্দরের
ক্রিকেট থেকে অবসর নেওয়া বুম বুম আফ্রিদিকে পুরানো স্টাইলেই পাওয়া গেল এবং তিনিও শাহিনের বলে ছক্কা মেরে তারই প্রমাণ দিলেন। শাহিন আফ্রিদি মাঠে ফেরার আগে কঠোর পরিশ্রম করছেন এবং দেখে মনে হচ্ছে শাহিদ আফ্রিদি তাঁকে এতে সহায়তা করছেন। শাহিদ আফ্রিদিও নেটে শাহিনকে বল করলেন, যার ভিডিয়ো ভাইরাল হচ্ছে।
অভিজ্ঞ শাহিদ আফ্রিদির জামাই হতে চলেছেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। ইতিমধ্যে, শাহিন শাহ আফ্রিদি এবং শাহিদ আফ্রিদি সম্পর্কিত একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। যেখানে শাহিন তার শ্বশুরের কাছ থেকে একটি ছক্কার উপহার পেয়েছেন।
আরও পড়ুন… নিঃস্বার্থ ভাবে ক্রিকেট খেলে-টি২০-তে কোহলির জায়গায় খেলার মতো তারকার হদিশ কার্তিকের
দুজনের মধ্যে অনুশীলনের সময় শাহিদ আফ্রিদি জামাই শাহিন শাহ আফ্রিদিকে একটি ছক্কা মেরেছিলেন। আফ্রিদি বনাম আফ্রিদির লড়াইয়ের এই মজার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। এই ভিডিয়ো মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকা শাহিন শাহকে বোলিংয়ের সময় পুরো রানআপ নিয়ে বোলিং করতে দেখা যায়। কিন্তু, এখানে শ্বশুর শাহিদ আফ্রিদির সেই বলে বড় ছক্কা হাঁকিয়েছিলেন।
শাহিদ আফ্রিদি তাঁর জামাইকে মোটেও রেহাই দেওয়ার মেজাজে ছিলেন না এবং বলটি বাউন্ডারি লাইনের বাইরে পাঠান। অন্য আর একটি ভিডিয়োতে দেখা যায় শাহিন আফ্রিদিকে বল করার সময়ে হাঁটুর উপরে বসে আন্ডার আর্ম বোলিং করেছিলেন আফ্রিদি। দলে ফেরার চেষ্টায় কঠোর অনুশীলন করছেন শাহিন। এই মুহূর্তে পাকিস্তানের সাপোর্ট স্টাফদের সঙ্গে পুনর্বাসন শুরু করেছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তান সুপার লিগ দিয়েই ক্রিকেটে ফিরতে চান শাহিন শাহ আফ্রিদি।
চোটের কারণে কিছুদিন আগে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড সিরিজের বাইরেও ছিলেন তিনি। যদিও এখন তার চোট সেরে গেছে বলেই খবর পাওয়া যাচ্ছে এবং তিনিও দলে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন। তিনি পিএসএলে (পাকিস্তান ক্রিকেট লিগ) লাহোর কালান্দার্সের অধিনায়ক। পিএসএল ২০২৩ এ বার লাহোর, করাচি, মুলতান এবং রাওয়ালপিন্ডিতে খেলা হবে।
টুইটারে শেয়ার করা সেই ভিডিয়ো ক্লিপে শাহিনকে বোলিং ক্রিজের দিকে হেঁটে বল ডেলিভারি করতে দেখা গেছে। আফ্রিদি, যিনি তাঁর মুখোমুখি হয়েছিলেন, তিনি বলটি শাহিনের মাথার উপর দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দেন। পরে আরেকটি ক্লিপে শাহিনকে বল করেন আফ্রিদি। আফ্রিদি তাঁকে টিপস দিতে থাকেন, ‘এখন যা ঘটছে তা হল আপনার ব্যাট এখনও পিছন থেকে আসছে না।’ আফ্রিদি, যিনি পিসিবি নির্বাচন কমিটির অন্তর্বর্তী প্রধান ছিলেন, তাঁকে পরামর্শ দিতে শোনা যায়। পাকিস্তানি পেসার পরে ছক্কা হজম করার ক্লিপটি পুনরায় শেয়ার করেন এবং তাতে লিখেছেন, ‘আপনার সঙ্গে খেলতে সবসময়ই আনন্দ লাগে লালা - কিন্তু আসলে এটা আউট ছিল।’ শাহিন ৩ ফেব্রুয়ারি আফ্রিদির মেয়ে আনশাকে বিয়ে করতে চলেছেন বলে জানা গেছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।