কুইন্টন ডি'ককের জায়গায় শেষ মুহূর্তে দলে সুযোগ পেয়েছিলেন হেনরিখ ক্লাসেন। প্রথম কয়েকটি বল দেখে নেওয়ার পর থেকেই হাত খুলে মারতে শুরু করেন তিনি। সাতটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৮১ করেন ক্লাসেন। তাঁর এই ইনিংসের হাত ধরেই ঘুরে যায় দক্ষিণ আফ্রিকার ভাগ্য।
যে কারণে ম্যাচের পর উচ্ছ্বসিত বাভুমা বলেন, ‘এই গেম থেকে আমি কিছু শিখতে পেরেছি। পরের ম্যাচে আরও ভালো করার চেষ্টা করব। আমরা জানতাম, এই রান তাড়া করাটা সহজ হবে না। কিন্তু আমরা আত্মবিশ্বাসী ছিলাম। আমরা জানতাম আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, এবং আমাদের ক্লিনিকাল হতে হবে। আমরা ওকে (মিলার) ৫ বা ৬ ব্যবহার করতে পারি। আর ক্লাসেন আমাদের ব্যাটিংয়ে অন্য মাত্রা যোগ করেছে। আপনার ভূমিকা যাই হোক না কেন, আপনাকে যতটা সম্ভব সেটা ঠিক করে পালন করতে হবে।’
আরও পড়ুন: ‘কেন কার্তিকের আগে অক্ষরকে নামানো হল?’ ঋষভের সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রাক্তনীরা
তিনি ফের রান তাড়া করে জয়ের প্রসঙ্গে বলেছেন, ‘রান তাড়া করে জেতাটা কঠিন ছিল।ভুবি ভালো বোলিং করেছে,। ওর জন্য সমস্যাতেও পড়তে হয়। তবে এক জন কাউকে শেষে দায়িত্ব নিতে হত। আমি সেই ভূমিকা পালন করি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।