তামিলনাড়ুকে জাতীয় স্তরে চ্যাম্পিয়ন করার পরে দীনেশ কার্তিককে ভাথি কামিংয়ের তালে শরীর দোলাতে দেখা গিয়েছে ইতিমধ্যেই। ভারতীয় দলের বহু ক্রিকেটারকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে রিলস বানাতে দেখা যায়। মাঝে মধ্যেই বেশ কিছু ভিডিয়ো ভাইরালও হয়।
অশ্বিন থেকে ধাওয়ান, শ্রেয়স থেকে চাহাল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটারদের নাচের ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় হামেশাই। ধাওয়ান তো একবার নাচিয়ে ছাড়েন কোচ রাহুল দ্রাবিড়কেও। তবে তাই বলে সুনীল গাভাসকরকে কখনও এমন মেজাজে দেখা যাবে, ক্রিকেটপ্রেমীদের পক্ষে বিশ্বাস করাই মুশকিল।
RRR-এর নাটু নাটু অস্কার জেতার পরে স্টার স্পোর্টসের ক্যামেরায় গাভাসকরকে শরীর দোলাতে দেখা যায় বিশ্বজয়ী গানের তালে। তবে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে গাভাসকরের অন্য একটি ভিডিয়ো, যেখানে তামিল গান Tum Tum-এর তালে দীনেশ কার্তিকের সঙ্গে কিংবদন্তিকে বিশেষ ভঙ্গিমায় নাচতে দেখা যায়।
যদিও এক্ষেত্রে নাচ বা শরীর দোলানো বলার থেকে Tum Tum গানে সানি-ডিকে ক্রিকেটের তড়কা লাগান বলাই ভালো। আসলে একজন ওপেনার এবং একজন ফিনিশারের ক্রিকেট খেলার ধরণ কতটা আলাদা, সেটাই ফুটিয়ে তুলতে চান দুই তারকা। গাভাসকর ব্যাটিং শ্যাডোয় ফুটিয়ে তোলেন ওপেনারের ভূমিকা। কার্তিক ফুটিয়ে তোলেন ফিনিশারকে। বলাবাহুল্য, দু'জনকে এক্ষেত্রে পরস্পর বিরোধী দেখায়।
আরও পড়ুন:- IND vs AUS: মুম্বইয়ে খেলা প্রথম ODI, অথচ রোহিত নেই, কেন খেলবেন না হিটম্যান, অবশেষে জানা গেল আসল কারণ
ওপেনাররা যেমন ডিফেন্স ও কপিবুক শটে চার মারায় বিশ্বাসী, ফিনিশাররা ঠিক তার উলটো। তাঁদের কাছে উদ্ভাবনী শটে ছক্কা হাঁকানোই প্রাধান্য পায়। সানি ও কার্তিকের অভিনয়ে সনাতনী থেকে আধুনিক ক্রিকেটের সেই বিবর্তনই ধরা পড়ে। ভিডিয়োটি গাভাসকর ও কার্তিক উভয়েই নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন।
আরও পড়ুন:- ১ রানে টেস্ট জয়ের পরে এবার শেষ বলে টেস্ট জয়, পরপর ২টি ম্যাচে গায়ে কাঁটা দেওয়া ক্রিকেট নিউজিল্যান্ডের