এই মুহূর্তে ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভারতের সব থেকে ধারাবাহিক ব্যাটসম্যানের নাম জানতে চাইলে সরফরাজ খানের নাম সবার আগে উঠে আসবে নিশ্চিত। শুধু ধারাবাহিকভাবে রান করাই নয়, বরং বড় রানের ইনিংস গড়া অভ্যাসে পরিণত করেছেন মুম্বইয়ের ২৫ বছর বয়সি এই ডানহাতি ব্যাটসম্যান। তা সত্ত্বেও জাতীয় দলে উপেক্ষিত তিনি।
রঞ্জি ট্রফিতে ঝুড়ি ঝুড়ি রান করেও ভারতের টেস্ট দলে জায়গা পাচ্ছেন না সরফরাজ। জাতীয় নির্বাচকদের কাছে আইপিএলের পারফর্ম্যান্স প্রাধান্য পাচ্ছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। সুনীল গাভাসকরের মতো প্রাক্তনরা বেশ কিছুদিন ধরেই সরফরাজকে টেস্ট দলে জায়গা করে দেওয়ার দাবি তুলছেন। এবার আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য চেতেশ্বর পূজারাকে বাদ দিয়ে নির্বাচকরা যশস্বী জসওয়ালকে দলে নেওয়ার পরেই গাভাসকরদের প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে।
যশস্বীর সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন না কেউই। বরং জসওয়ালও ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত ধারাবাহিক। তবে তিন নম্বরে ব্যাট করা পূজারার জায়গায় ওপেনার যশস্বীর থেকে মিডল অর্ডার ব্যাটসম্যান সরফরাজই যথাযথ বিকল্প হতে পারতেন বলে মত বিশেষজ্ঞদের। তাছাড়া লাগাতার ভালো পারফর্ম্যান্স উপহার দেওয়া সরফরাজ দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষায় রয়েছেন।
ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে সরফরাজের পারফর্ম্যান্স কতটা চমকপ্রদ, বিশেষ একটি পরিসংখ্যানেই সেটা স্পষ্ট হয়ে যায়। আসলে অন্তত ৫০টি ইনিংসে ব্যাট করা ক্রিকেটারদের মধ্যে সরফরাজের ব্যাটিং গড় দ্বিতীয় সর্বোচ্চ। সারা বিশ্বে একজন মাত্র ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটিং গড় সরফরাজের থেকে বেশি। তিনি অন্য কেউ নন, স্বয়ং ডন ব্র্যাডম্যান।
আরও পড়ুন:- রোহিতের পরে ভারতের সম্ভাব্য টেস্ট ক্যাপ্টেন কে? গিল ছাড়া এমন দু'জনের নাম নিলেন গাভাসকর, যাঁদের কথা কেউ ভাবেননি
স্যার ব্র্যাডম্যান ৩৩৮টি ইনিংসে ৯৫.১৪ গড়ে ২৮০৬৭ রান সংগ্রহ করেছেন। সরফরাজ এখনও পর্যন্ত ৫৪টি ফার্স্ট ক্লাস ইনিংসে ব্যাট করে ৭৯.৬৫ গড়ে ৩৫০৫ রান সংগ্রহ করেছেন। অর্থাৎ, ব্র্যাডম্যানের পরে দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটিং গড় হওয়া সত্ত্বেও সরফরাজ ভারতের টেস্ট দলে জায়গা পাচ্ছেন না। সব দেখে শুনে গাভাসকরের কাটছাঁট মন্তব্য, যদি রঞ্জির পারফর্ম্যান্স মূল্যহীন হয়, তবে বিসিসিআইয়ের উচিত টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া।
উল্লেখ্য, ২০১৯-২০ রঞ্জি মরশুমে সরফরাজ খান ৬টি ম্যাচের ৯টি ইনিংসে ব্যাট করে ৯২৮ রান সংগ্রহ করেন। তিনি ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেন। সেই মরশুমে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল অপরাজিত ৩০১ রানের।
আরও পড়ুন:- ICC CWC Qualifier 2023: সুপার সিক্সের টিকিট পেয়েছে কারা? ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ফর্ম্যাট ও পয়েন্ট টেবিল দেখে নিন
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।