দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্তের সঙ্গে দেখা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পন্তের সঙ্গে দেখা করার পরে ধামি জানান, রাস্তায় গর্তের কারণে শুক্রবার সকালে পন্তের গাড়ির ভারসাম্য বিঘ্নিত হয় এবং দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় পন্তের গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন এবং একটি বাসের চালক সময়মতো ঋষভ পন্তকে গাড়ি থেকে টেনে বের করেন। পন্তের অনেক চোট লেগেছে, শনিবার তার কপালে অস্ত্রোপচারও হয়েছে।
আরও পড়ুন… ভারতের মডেল নকল করে পাকিস্তানে সাফল্য আনতে চান শাহিদ আফ্রিদি
শনিবারই পন্তের স্বাস্থ্যের খোঁজখবর নেন সিএম ধামি। ধামি পরে বলেছিলেন যে পথে একটি গর্তের কারণে দুর্ঘটনাটি ঘটেছিল। এই উত্তরে একটি জল্পনার অবসান হয়েছে, অনেকেই বলছিলেন পন্তের গাড়ির অতিরিক্ত গতি এবং পন্ত ঘুমিয়ে যাওয়ার কারণেই দুর্ঘটনায় পড়েছিলেন। পন্ত বর্তমানে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় আগুনের সংস্পর্শে আসা এবং ঘষার কারণে তার কপাল, পিঠ ও পায়ে আঘাত লেগেছে। দুর্ঘটনার পর তোলা সব ছবিতেও কপালের দাগ দেখা গিয়েছে। শনিবার তার অস্ত্রোপচার হয়। বর্তমানে তাঁর হাঁটু ও গোড়ালিতে প্রচুর ফোলাভাব রয়েছে যার কারণে এমআরআই করা যাচ্ছে না।
আরও পড়ুন… শ্লীলতাহানির অভিযোগে ইস্তফা প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক তথা হরিয়ানার ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিংয়ের
বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে ঋষভ পন্তকে। স্বস্তির একমাত্র বিষয় হল তাঁর মাথায় ও মেরুদণ্ডের এমআরআই রিপোর্ট স্বাভাবিক পাওয়া গিয়েছে। শনিবারই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ ধন সিং রাওয়াত হাসপাতালে গিয়ে চিকিৎসকদের কাছ থেকে পন্তের স্বাস্থ্যের আপডেট নিয়েছিলেন। ঋষভের মা সরোজ পন্তের সঙ্গে ফোনে কথাও বলেছেন তিনি। বলা হচ্ছে, এখন দেরাদুনেই চিকিৎসা হবে পন্তের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।